যেহেতু আমার জ্ঞানের পরিধি অনেকের থেকে অনেক কম তাই আমি চাকুরীরত থাকা অবস্থায় থেকে একটু একটু করে এলিভেটর এর খুটি নাটি বিষয় নিয়ে গবেষনা শুরু করি যাহা এখনও অব্যাহত আছে । একেবারেই প্রাথমিক দিকে বেশ কিছু প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খেত যে কিভাবে একটা লিফট এর দাম ৮ থেকে ১০ লক্ষ টাকা বেশি হয় যদি লিফটি ১০০% ইমপোরটেড হয় এবং একটা লিফটের দাম কিভাবে ৮ থেকে ১০ লক্ষ টাকা কম হয় যদি লিফটি রেডিষ্টক হতে সাপ্লাই করা হয় ?? আমি সাধারনভাবে মনে করি যে একসাথে অনেকগুলো লিফট আমদানী করার ফলে জাহাঝ ভাড়া সেভ হয় যেমন ২০’ কন্টিনিয়ারে যদি ১টি লিফট আনা যায় তবে একটা লিফটের জন্য ম্যাক্সিমাম ১৭০০ডলার খরচ হয এবং যদি ৪০’ কন্টিনিয়ারে ৩টি লিফট আনা যায় তবে ম্যাক্সিমাম ২১৫০ডলার খরচ হয় তার মানে প্রতিটি লিফটে সর্বচ্চ ১লক্ষ টাকা দাম কমানো সম্ভব কিন্তু কিভাবে ৮ থেকে ১০ লক্ষ টাকা কমানো সম্ভব ?? আমি এলিভেটর রিলেটেড ভাল মানুষগুলো সাথে একজন অনভিজ্ঞ মানুষ হিসাবে দীর্ঘদিন লেগে থেকে আবিষ্কার করি যে শুধু ২টি বা ১ টি কেবিন, ৫টি মটর, ৫টি ডোর অপারেটর, ৫টি কন্ট্রোলার বোর্ড (ইনভার্টার ব্যতীত)এবং কিছু ট্রাভেলিং কেবল সহ ছোট ছোট কম্পোনেন্ট ২০’ কন্টিনিয়ারে ১ বা অধিক লিফট হিসাবে আমদানী করিয়া বাদবাকী মেটারিয়ালস যেমন লোকালী মেড কেবিন, ডোর, কাউন্টার ওয়েট, ব্র্যাকেট, এনকোর বোল্ট, কেবিন ফ্রেম(ইয়োক সেট)সহ আনুষঙ্গিক যন্ত্রাংশ লোকালী ম্যানুফেকচারিং করিয়া দাম কমাতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে তাহার মুল্যে কত???? আমার গবেষনার রেজাল্ট হচ্ছে ৪৫০কেজি / ০৬ জন, ৮ তলা বিল্ডিং এর লিফট ষ্টেইনলেস ষ্টীল কেবিন এন্ড ডোর দিয়ে উক্ত প্রসেসে মেজর ম্যাটারিয়ালস ইউরোপিয়ান দেশগুলো হতে আমদানি করিলে ষ্ট্যার্ন্ডাড প্রাইস ১৩লক্ষ টাকা থেকে ১৪লক্ষ টাকা হলে সাপ্লাইয়ার কোম্পানীর হ্যাপি থাকার কথা কিন্তু অনেক কোম্পানী ১৭ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা বিক্রি করেও হ্যাপি হতে পারে না !!।মোদ্দা কথা হচ্ছে কিছু কোম্পানী উপরোক্ত পন্থায় লিফট লোকালী এসেম্বল করলেও তারা মিথ্যার আশ্রয় নিয়ে বিশ্ববিক্ষাৎ ব্রান্ডের নাম ব্যবহার করে সাময়িক ভাবে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে বটে তবে দেশের এসেম্বিলিং ও ম্যানুফেকচারিং শিল্পকে বেড়ে উঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে । আসুন আমরা আমাদের মনের পশুকে কোরবানি দিয়ে ওই ভন্ডব্যবসায়ীদের বয়কট করি এবং যারা সত্যকথাবলে ও সৎপথে ব্যবসা করছে তাদের সাহায্য করি এবং সাথে সাথে আমাদের অর্থের অপচয়ও রোধকরি।