সুন্দর একটি ভবন তৈরী করেছেন।এই ভবন টিতে উন্নত মানের রড-বালু, ইট- সিমেন্ট, ইত্যাদি ব্যবহার করা হয়েছে।প্লাস্টার রং করার পর এগুলো কিছুই দেখা যাবেনা,রং বা প্লাস্টার করার পর বাড়ীটি অনেক সুন্দর দেখা যাবে কিন্তু আপনি ভালো মানের ইট,বালু,রড,সিমেন্ট ইত্যাদি লাগিয়েছেন কিনা দেখার কোন উপায় নাই!!!
 

আপনি ভবনটিতে ভালো মানের একটি লিফট ক্রয় করলে ভবনটির সৌন্দর্য আরো বেড়ে যাবে।খারাপ মানের লিফট ক্রয় করলে ভবনটির মান নষ্ট হবে,তাই প্রকৃত এজেন্ট এর মাধ্যমে লিফট ক্রয় করা বুদ্ধিমানের কাজ

ধন্যবাদ।
 
সামিউল ইসলাম রুবেল, উপদেষ্টা।
 

 best-lift-company

 

     

লিফটের ব্যবহারে প্রয়োজনীয় কিছু টিপস :

 

  • আপনার গন্তব্য জানুন এবং সেই অনুযায়ী বোতাম চাপ দিন। উপরে যেতে চাইলে Up এবং নিচে যেতে চাইলে Down বোতাম চাপুন।

 

  • লিফটে উঠে একপাশে দাঁড়ান অন্য যাত্রীদের জন্য জায়গা করে দিন।

 

  • লিফট পূর্ন হলে তাড়াহুড়ো করে উঠবেন না পরবর্তী লিফটের জন্য অপেক্ষা করুন।

 

  • শিশুদের সাবধানে রাখুন এবং দরজা থেকে দূরে দাঁড়ান।

 

  • মাঝে লিফটি আটকে গেলে আতংকিত হবেন না,জোর করে দরজা খোলার চেষ্টা করবেন না।

 

  • ধৈর্য্য ধরে থাকুন এবং সহায়তায় জন্য অপেক্ষা করুন।